মির্জা হুমায়ুন,জেলা (সিরাজগঞ্জ)সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আলাদা দু’টি গ্রামে গলায় ফাঁসি নিয়ে দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের মৃত হোসেন আলী মোল্লার ছেলে আব্দুল মতিন মোল্লা (৬০) নিজ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন।
কিছুক্ষণ পর তার নাতী হৃদয় হাসান তার নানাকে ডাকাডাকি করলেও তার কোন প্রতিউত্তর না পাওয়ার কারণে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তারা দেখতে পারে আব্দুল মতিন মোল্লার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে প্রতিবেশীরা অনেকেই জানান, নিহত আব্দুল মতিন মানসিক রুগি।
অপরদিকে একই দিন শনিবার বিকাল ৪টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের ইমান আলী মোল্লার ছেলে সুজন মোল্লা (২২) নিজের ঘরের গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার খবর পেয়ে শাহজাদপর থানা পুলিশের দুইটি দল ঘটনাস্থলে উপস্থিন হন।দুইজনের নিহতের ঘটনায় শাহজাদপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Facebook Comments