মির্জা হুমায়ুন, জেলা(সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও
কাউন্সিলররা দায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার (২৪ জানুয়ারি) বিকালে নব নির্বাচিত মেয়র মনির আক্তার
খান তরু লোদী ও নব নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরা পৌরসভা কার্যালয়ে
গিয়ে উপস্থিন হন। এসময় শাহজাদপুর পৌরসভার সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ নব নির্বাচিত
মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ৮টি ওয়ার্ডের কাউন্সিলরা হলো, ১ নং
ওয়ার্ডের আছাব আলী, ২ নং ওয়ার্ডের তৌহিদুর রহমান এ্যাপোলো, ৩ নং ওয়ার্ডের জহরলাল হোসেন, ৪ নং
ওয়ার্ডের নাজমুল হোসেন, ৬ নং ওয়ার্ডে আবু শামীম সূর্য, ৭ নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক, ৮ নং
ওয়ার্ডে আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ডে আফসার আলী শিকদার। ৩ টি সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা
কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে শাহানাজ পারভীন, ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু, ৩ নং ওয়ার্ডে
সাবিনা ইয়াসমিন ছবি। এসময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক
সম্পাদক শামসুল আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, মোসলেম উদ্দিন,
আনোয়ার খান লোদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত লোদী প্রমূখ। উল্লেখ্য গত ২৮
ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা
প্রতিকের প্রার্থী মনির আক্তার খান তরু লোদী বিজয়ী হন। বিপুল ভোটে বিজয়ী হওয়া নব নির্বাচিত
মেয়রের কাছে শাহজাদপুর পৌরবাসির প্রত্যাশা যেহুতু নতুন মেয়র মহোদয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, তাই এলাকার উন্নয়নে মেয়র সাহেবের ভুমিকা হবে অন্যন্য ও অতুলনীয়।
Facebook Comments