শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের শিশুকে রেখে পালিয়ে গেছেন মা। শুক্রবার ২এপ্রিল সকাল ৮:১৫ টায় দিকে বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে এ ঘটনা ঘটে।
ফেলে যাওয়া শিশুটিকে উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনের এক সদস্য। কান্না করা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, ওই নারী দিবাগত রাতে সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরনের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। পরে, সকালে শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।এখন পর্যন্ত ওই শিশুর মা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।কর্তৃপক্ষ সিসি ক্যামেরা পরিদর্শন করছেন। বিস্তারিত পরে জানানো হবে…
Facebook Comments