মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের 30 শতাংশ কোটা সংবিধানে স্বীকৃতি ও সুরক্ষার আইনসহ ৭ দফা দাবিতে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও সমাবেশ শাহবাগে অনুষ্ঠিত হয়।সারাদেশ থেকে মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধার সন্তানরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।এখানে মুক্তিযোদ্ধাও প্রজন্ম তাদের ৭ দফা দাবির বিষয় আলোচনা করেন।একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে তাদের প্রতিবাদ সভা ছত্রভঙ্গ করে দেয়।মুক্তিযুদ্ধা ও প্রজন্মের ওপর বেদম মারধর করেন।কয়েকজন মুক্তিযোদ্ধা ও শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান আহত হন।পুলিশ কোন প্রকার আইনি নোটিশ ছাড়া মারধর করার প্রতিবাদে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নেতা অহিদুল ইসলাম তুষার আগামীকাল মানববন্ধন ঘোষণা করেছেন।
অহিদুল ইসলাম তুষার পুলিশের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানান এবং আগামীকালের মানববন্ধনে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।
সারাদেশ থেকে মুক্তিযোদ্ধারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর তীব্র নিন্দা জানান এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।
উল্লেখ্য এই যে গত ২০১৯ সালে ৭ দফা দাবি মিছিলে পুলিশ মুক্তিযোদ্ধা সন্তানদের উপর লাঠিচার্জ করে।এবং কয়েকশো মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতার করে।
Facebook Comments