আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
ঢাকার শাহাজাহানপুরে ঝিলপাড়া মোহনা গলি, আমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, (বাসা নং ৪৭)
ধীরেন্দ্র চন্দ্র ভৌমিকের পুত্র তপন চন্দ্র ভৌমিক (৪৬)এর কিশোরী কন্যাকে অপহরণের ২ মাস এবং মামলা হওয়ার ১ মাস পর উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সূত্রে জানা যায়, তপন চন্দ্র ভৌমিক এর কিশোরী কন্যা সেকান্দার আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ালেখা করেন। উক্ত ছাত্রীর নিজেস্ব কোনো মোবাইল ফোন ছিল না, সে তার মা সীতা রানীর মোবাইল ফোন মাঝে মধ্যে ব্যবহার করত, ছাত্রী উক্ত ফোন ব্যবহার করাকালে আয়াত মোল্লা নামের এক যুবকের সাথে ফোনে পরিচয় হয়, এরপর হতে উক্ত যুবক প্রায় সময় ছাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে উত্যক্ত করিত এবং প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিত। ছাত্রী যুবকের প্রস্তাবে রাজি না হলে,যুবক ছাত্রীকে উঠিয়ে নিয়ে যাবার হুমকি দিত।
বিষয়টি ছাত্রী তাঁর বাবাকে জানালে, ছাত্রীর বাবা তাঁর মেয়েকে উত্যক্ত না করার জন্য, যুবককে নিষেধ করে। এরই ধারাবাহিকতায় ছাত্রী গত (৩ জুলাই ২০২৩) বিকাল অনুমান ০৩.০০ মিনিট সময় বাজার খরচ করার জন্য যাওয়ার সময়ে উপজেলার ঝিলপাড় ঝিল মসজিদ সংলগ্ন ব্রিজের উপর পৌঁছলে পূর্ব হতে উক্ত স্থানে ওৎ পেতে থাকা উক্ত যুবকসহ আরও ৬/৮ জন কৌশলে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়ে ছাত্রীর বাবা তপন চন্দ্র ভৌমিক বাদী হয়ে উক্ত যুবকসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে গত (৬ সেপ্টেম্বর ২০২৩) সে একটি মামলা দায়ের করেন মামলা নং ৭ ।
আসামিরা হলেন, ঢাকা জেলার কামরাঙ্গীরচর উপজেলার মুন্সিবাড়ি, আশ্রাফাবাদ, নদীরপাড় গ্রামের রফিকুল ইসলামের পুত্র ১। উক্ত যুবক মোঃ আয়াত মোল্লা (১৯), বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাহেরঘাট বড় মোল্লা বাড়ী গ্রামের আরজ আলী মোল্লার পুত্র ২। রফিকুল ইসলাম মোল্লা (৪০), উপজেলার, দক্ষিণ দামুরা গ্রামের রাজে আলী বালীর পুত্র ৩। মাহবুব আলম বালি (৫৫), মাহবুব আলম বালির স্ত্রী, ৪। হাওয়া বেগম (৪৫), মাহবুব আলম বালির পুত্র ৫। শুভ বালি (২৩), জেলার গৌরনদী উপজেলার আশুকাঠি গ্রামের মোঃ ফরিদ হোসেনের পুত্র ৬। কে এম ইফতেখার হোসেন (৪৫), সহ আরও অজ্ঞাতনামা ২ জন।
শাহাজাহান পুর থানায় মামলা হওয়ার ১ মাসের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানের দিকনির্দেশনায় সাব ইন্সপেক্টর জুয়েল রায়ের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক চেষ্টার পর ঝিনাইদহ এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং যুবক আয়াত মোল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
বি ডি এম ডাব্লুর সভাপতি থানা পুলিশকে ধান্যবাদ জানান এবং অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
Like this:
Like Loading...