বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাাসাছাত্রীকে (১৮) ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক গ্রেপ্তার । শুক্রবার দুপুরে উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম আটমুল ইউনিয়নের নান্দুরা আকইল পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, শুক্রবার ছাত্রীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে সাইফুল ইসলাম ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে, কাপড় জড়িয়ে ভুক্তভোগী ছাত্রীর শরীরে আগুন দিয়ে পালিয়ে যান সাইফুল। এসময় মেয়েটির জ্ঞান ফিরলে দৌড় দেয়। পরে, স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।