মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মসজিদে নববির মুদার্রিস এবং মসজিদে কুবার সম্মাননীয় ইমাম ও খতিব, আশ-শাইখ, আল-আল্লামা, আল-ফাকিহ, ড. সুলাইমান বিন সালিমুল্লাহ আর-রুহাইলি হাফিজাহুল্লাহ বলেছেন—
❝সুন্দর সজ্জায় আপনার সন্তানসন্ততির ছবি তুলে তা মানুষদের কাছে প্রচার করা স্বল্প জ্ঞান ও অপ্রতুল বিবেকের অন্তর্গত। কখনো কখনো মানুষ বিশেষ আকৃতিতে নিজের ছেলের ছবি তুলে, হয়তো তার শক্তিমত্তা কিংবা নিখুঁত দেহসৌষ্ঠবের আকার পরিস্ফুটিত করে ছবি তুলে, আর সেই ছবি মানুষের কাছে প্রচার করে। অথচ এ কাজ তার সন্তানকে বিরাট অনিষ্টের দিকে ঠেলে দেয়। কেননা—গতরাতে আলোচনা করা হয়েছিল—‘বদনজরের প্রভাব সত্য’ (বদনজর লাগার কারণে মানুষের ক্ষতি হয়; সহিহ বুখারি, হা: ৫৭৪০; সহিহ মুসলিম, হা: ২১৮৭)।❞
·
উৎস: বক্তব্যের ভিডিয়ো ক্লিপটি ইউটিউব (قناة السنة سفينة النجاة) থেকে নেওয়া হয়েছে।
·
অনুবাদক: মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা
• সংগৃহীত
Facebook Comments