রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে আটক করেছে।
আজ ৭ এপ্রিল নেত্রকোনা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা রফিকুল ইসলাম মাদানী কে আটক করেন।
গতকাল রফিকুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে রাষ্ট্রদ্রোহী ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন।
তিনি মামুনুল হকের নারী সংক্রান্ত ঘটনাকে সরকারের চক্রান্ত বলে আখ্যায়িত করেন। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য কাছে হেফাজতে আছেন।
পরে তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। এ সময় তার মোবাইল ফোনও তল্লাশি করা হয়। তল্লাশিতে তার ফোনে আপত্তিকর ভিডিও এবং গোপন বিয়ের তথ্য পাওয়া যায়।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, রফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তার ফোনে তল্লাশি চালিয়ে বেশ কিছু আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। এ ছাড়াও তার ফোনে তল্লাসি করে আসমা বেগম নামের এক নারীকে বিয়ে করেছেন বলে জানা গেছে। তবে বিয়েটি গোপন রেখেছেন তিনি।
Facebook Comments