জামালপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসার শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।
গত ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহার আলীর ছেলে স্থানীয় মক্তব শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম তারই মক্তবে পড়ুয়া সাত বছরের এক কন্যা শিশুকে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।ওই শিশুর বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ মামলায় ধর্ষণের অপরাধে হাফেজ সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Facebook Comments