আগামীকাল শুক্রবার থেকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূকভাবে মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সমকালকে এ তথ্য জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, পরীক্ষামূলক যাত্রার অংশ হিসেবে শুক্রবার থেকে ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু হবে। এমআরটি-৬ লাইনের আগারগাঁও থেকে বিজয় স্মরণী, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় স্টেশন হয়ে ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে। এরপর ইন্টিগ্রেশন এবং ফাংশনাল টেস্ট হবে। এরপর হবে ট্রায়াল রান। তারপর যাত্রী পরিবহন শুরু হবে।
প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আগারগাঁও-দিয়াবাড়ি অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। এই অংশে পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছিল গত বছরের ১১ মে। দেড় বছর সময় লাগে পরীক্ষামূলক যাত্রার সব ধাপ সম্পন্ন করতে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে তা করা হবে তিন মাসে।
নির্বাচনের আগে ট্রেন চালু করতে তাড়াহুড়ো করা হচ্ছে না বলে দাবি করে ওবায়দুল কাদের গত মাসে জানিয়েছিলেন, আগের অভিজ্ঞতার কারণে এবার সময় কম লাগছে।
ডিএমটিসিএল কর্মকর্তার জানিয়েছেন, পারফরম্যান্স টেস্টে ফাঁকা ট্রেন ধীরে ধীরে লাইনে চালানো হবে। আগারগাঁও-মতিঝিল অংশের উড়াল রেলপথে (ভায়াডাক্টে) রেল এবং বৈদ্যুতিক লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে। ফাংশনাল টেস্টে নির্মিত ভায়াডাক্টা ও স্টেশন ঠিক মতো কাজ করছে কি-না, তা দেখা হবে। এরপর ইন্টিগ্রেটেড টেস্টে পরীক্ষা করা হবে ট্রেন, লাইন এবং বৈদ্যুতিক ব্যবস্থা ঠিকভাবে করছে কি-না।
৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণের কাজ চলছে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে ৯টি স্টেশনে থেমে দিনে ১২ ঘণ্টা ট্রেন চলাচল করছে।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৮ দশমিক ৩৭ কিলোমিটার অংশে স্টেশন সংখ্যা ৭টি। মেট্রোরেলের বাকি ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ মতিঝিল-কমলাপুর অংশ ২০২৫ সালের জুন নাগাদ চালু হবে।