পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার বিনিয়োগ অনুমোদন বিষয়ক মন্ত্রী ও ব্যবসায়ী ধনকুবের ধাম্মিকা পেরেরা। এ নিয়ে গত ২৪ ঘন্টায় ৫ জন মন্ত্রী পদত্যাগ করলেন দেশটিতে। প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসেকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, দেশের ভালোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিলন টুডে। ব্যাখ্যা করেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কার প্রতি অসীম ভালবাসার কথা মাথায় রেখে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছেন, এখন এমন একটি সমাধান বের করা দরকার যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে। উল্লেখ্য, গত ২৪ শে জুন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের সামনে বিনিয়োগ অনুমোদন বিষয়ক মন্ত্রী হিসেবে শপথবাক্য পড়ানো হয় তাকে।
পদত্যাগ করছেন আরও এক মন্ত্রী
আজই শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন আরেক মন্ত্রী। তিনি কৃষি ও বন্যপ্রাণি বিষয়ক মন্ত্রী মাহিন্দ আমারাবীরা। এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তবে অপেক্ষা করছেন, ভারত থেকে আজ সারের একটি চালান পৌঁছাবে, তা গ্রহণ করার জন্য।
পদত্যাগ করছেন আরও এক মন্ত্রী
আজই শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন আরেক মন্ত্রী। তিনি কৃষি ও বন্যপ্রাণি বিষয়ক মন্ত্রী মাহিন্দ আমারাবীরা। এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তবে অপেক্ষা করছেন, ভারত থেকে আজ সারের একটি চালান পৌঁছাবে, তা গ্রহণ করার জন্য।
ওই চালান গ্রহণ করার পর তিনি পদত্যাগ করবেন। এ খবর দিয়েছে অনলাইন সিলন টুডে। এতে বলা হয়, সরকার ভারতীয় ঋণের অধীনে ৪০ হাজার টন সার কিনেছে। তার শিপমেন্ট শ্রীলঙ্কায় পৌঁছেছে গতকাল। আজ দিনের আরও পরে ওই সার বিতরণ হওয়ার কথা।
Facebook Comments