সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানী-নগর এলাকার তের মাইল ব্রাক্ষ্মণ শাসন নামক স্থানে বুধবার ( ১৭ জানুয়ারি) সকালে এক সড়ক দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে (ঢাকা মেট্রো ল-৬২-২০৪০)মাইক্রো বাসের ধাক্কায় মো. শফিউল হাসান সানী (২৯) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হন।
বালাগঞ্জ তাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনি দক্ষিণ সুরমার লালা বাজারের ভালকী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন।