সাংবাদিক খুন-ইউএনওর উপর হামলার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর-এনডিবি
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অসংখ্য খুন-গুমের ঘটনার পাশাপাশি সর্বশেষ মেজর সিনহা হত্যার রেশ কাটতে না কাটতেই সাংবাদিক খুন-ইউএনওর উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে বুঝে নিতে হবে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষকে ক্ষেপিয়ে তুলতে তিনি খন্দকার মোশতাকদের মত দেশ-স্বাধীনতা ও ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছেন। গত কয়েক বছরে আইন শৃংখলার চরম অবনতি তাঁর বিভিন্ন ধরনের অবহেলা ও ব্যর্থতার কারণেই হয়েছে। একই সাথে মনে রাখতে হবে- বাংলাদেশে স্বাস্থ্যখাতকে ধ্বংসর মধ্য দিয়ে আখের গোছানো স্বাস্থ্যমন্ত্রীও জাতির পিতার সোনার বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার বিদেশী এজেন্ডা নিয়ে কাজ করছে। তা না হলে যে পরিমান দুর্নীতি করোনাকালে তিনি, তাঁর ছেলে ও স্বাস্থ্যখাতের আমলারা করেছে, তা অন্য কোথাও হলে লজ্জায় পদত্যাগ করতো। এদের যোগ্যতা নেই তবু পা চেটে চেটে মন্ত্রীত্ব টিকিয়ে রাখতে গিয়ে দেশ ও মানুষের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদেরকে বিভিন্নভাবে পৃষ্টপোষকতা দিচ্ছে। এই সব অথর্ব মন্ত্রীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণসচেতনতা বাড়াতে হবে। সেক্ষেত্রে সবাইকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচীতে অংশ নিতে হবে।
৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয় থেকে প্রেসিডিয়াম মেম্বারদের অংশ গ্রহণে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাজন্দ্রে দাস মন্টু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রি, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি লিটা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
Facebook Comments