মানিকগঞ্জের সাটুরিয়ায় লেবু বাগান থেকে আব্দুর রউফ (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টায় মরদেহটি উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
জানা যায়, রউফ দড়গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাছবাড়ী এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। বুধবার রাত ৯টার পর তার দোকান বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। রাত ১২টার পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এদিক সেদিক খোঁজাখুঁজি করেন। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই ব্যবসায়ীর মুঠোফোনের কললিস্ট দেখে র্যাব হেলেনা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
সাটুরিয়া থানার ওসি মো. সফিকুল ইসলাম মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটিয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে রহস্য বের হয়ে আসবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।