এক স্কুলছাত্রীকে সাপে কামড় দেওয়ার পর কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার অবনতি হলে দুই ঘণ্টা পর নেওয়া হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার স্কুলছাত্রী শেফা খাতুন একই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যার দিকে শৌচাগার থেকে ফেরার পথে সাপে দংশন করে শেফাকে। পরিবারের লোকেরা পার্শ্ববর্তী বাজিতপুর গ্রাম থেকে এক কবিরাজকে ডেকে এনে ঝাড়ফুঁক করায়। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেওয়া হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানান, শেফা আর বেঁচে নেই।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী রানী ভদ্র জানান, শেফা খুবই শান্ত স্বভাবের ছিল। নিয়মিত স্কুলে আসত। মেয়েটির মৃত্যুর খবরে খুব খারাপ লাগছে। সকালে বিদ্যালয়ের শিক্ষকরা তার বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন।