ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মাদকসেবনকালে ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে হলের পশ্চিম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তার নাম মেহেদী হাসান। তিনি এসএম হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। শাহবাগ থানার এএসআই মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এএসআই মাসুদ রানা বলেন, প্রক্টরিয়াল টিমের সদস্যরা আমাদের খবর দেন যে, সলিমুল্লাহ মুসলিম হলে কয়েকজন মাদকসেবন করছে। পরে আমরা গেলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা মেহেদী হাসানকে আমাদের হাতে তুলে দেন।
হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, মেহেদী হাসান পাঁচ-ছয় বছর ধরে ওই হলে মাদক সেবন করত। তার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ
নেতা শোভন-রব্বানীর সময় মাদক সরবরাহের অভিযোগও উঠেছিল। কিন্তু সে শোভনের বন্ধু হওয়ায় তাকে নিয়ে কেউ কথা বলার সাহস পেত না। ক্যাম্পাস দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সে নিয়মিত হলের মধ্যে মাদক সেবন করত বলে জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, রাতে হল প্রশাসন থেকে আমরা খবর পাই যে, হলের মধ্যে কয়েকজন মাদক সেবন করছে। পরে আমরা পুলিশসহ সেখানে গিয়ে এর সত্যতা পাই। তাদের মধ্যে আমাদের সাবেক ছাত্র মেহেদী হাসানকে পুলিশে দিই।
Facebook Comments