উজিরপুরে নির্বাচনী জনসভায় মেনন-বলেন সাম্প্রদায়িক প্রচারকে পরাজিত করুন,
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলুন।
জননেত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে।
বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ২৬ ডিসেম্বর সকালে উপজেলার হারতা ইউনিয়নে হারতা বাজারে নির্বাচনী গণসংযোগের সমায় এ কথা বলেন। তিনি আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলছে। এদেশের মানুষ কোনো নিষেধাজ্ঞা কে ভয় পায় না, দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল , হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন,