মো: গোলাম মোস্তফা-মোস্তাক বিশেষ প্রতিনিধি:গতকাল রোববার বিকাল থেকে সারা দেশে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
রোববার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা এ ঝড়ে গাইবান্ধায় ১০ জন, ফরিদপুরে দুইজন এবং কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়। গাইবান্ধায় প্রায় ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গাছ চাপা পড়ে এবং ঘরের নীচে পড়ে দশজন নিহত হয়েছে।
রোববার বিকালে গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলাজুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ফরিদপুরে রোববার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহীতে ঝড়ের কবলে ব্যাপক গাছপালা উপড়ে যায় এবংশহরের বিভিন্ন এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ে। তা ছাড়া জেলায় প্রচন্ড ঝড়ো বাতাসে আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। নাটোরের নলডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সাথে শীলাবৃষ্টি হওয়ায় কারণে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সারা দেশে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি হওয়ায় কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
Facebook Comments