রাগে-ক্ষোভে-দুঃখে সার্টিফিকেট ডাস্টবিনে ছুড়ে ফেলছেন চীনের শিক্ষিত বেকার যুবকরা।
মঙ্গলবার এএফপির এক খবরে বলা হয়েছে, চলতি গ্রীষ্মে বিশ্ববিদ্যালয় সমাপ্তি উপলক্ষ্যে উদ্যাপনের পরিবর্তে স্নাতক সম্পন্ন করা যুবকরা তাদের অর্জিত ডিগ্রিগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার ছবি শেয়ার করেছেন।
দেশটিতে তরুণদের বেকারত্বের হার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হতাশা থেকে এ ধরনের কার্যক্রম চালিয়েছেন তারা। এই গ্রীষ্মেই বেকারত্বের হার আরও বাড়তে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিলেন বিশ্লেষকরা।
কিছু তরুণ এএফপিকে জানান, বেকারত্ব থেকে বাঁচতে অনেকে বিশ্ববিদ্যালয়ে থেকে যাওয়াকেই বেছে নিচ্ছেন। বেসরকারি খাতে সুযোগ কম থাকায় আবার অনেকে চেষ্টা করছেন সরকারি চাকরির জন্য।
গত বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখানো হয়েছে মে মাসে ১৬-২৪ বছর বয়সিদের বেকারত্বের হার ২০.৮ শতাংশে পৌঁছেছে। জুলাই মাসে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন চীনা অর্থনীতিবিদ ম্যাককুয়ারি গ্রুপের প্রধান ল্যারি হু।