ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলাধীন বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী গ্রামের সাহিদুজ্জামান শেখের ছেলে মোঃ ইমরান শেখ (৩৫) এর বিরুদ্ধে স্থানীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বক গাছ কাঁটাসহ জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে তারই আপন চাচা আতিয়ার শেখ (৬০)। এই বিষয়ে আতিয়ার শেখের ছেলে মোঃ জিহাদ শেখ (২৪) বাদী হয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।
মোঃ জিহাদ শেখ (২৪) ঘটনার বিষয় উল্লেখ করে বলেন, রবিবার (২৬ ডিসেম্বর) সকাল অনুমান ৭ ঘটিকার সময় একই গ্রামের মোঃ শাহিদ শেখের ছেলে মোঃ ইমরান শেখ (৩৫), বাকা শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৩০), সানোয়ার শেখ (২৮), মোঃ আমিনুর শেখ (২৬) ও মৃত লতিফ শেখের ছেলে মোঃ শাহিদ শেখ (৬৫)গন তাদেরকে বিভিন্ন সময় মারপিট সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করিয়া আসিতেছিল।
এরই জের ধরে উক্ত তারিখ এবং সময়ে তারা দেশীয় অস্র রামদা, ছ্যানদা, লোহার রড ও বাঁশের লাঠি ইত্যাদি নিয়া তাদের বসত বাড়ীতে গিয়া তাদের অকথ্যভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে তাদের মারধর করে। মারধর শেষে তাদের প্রান নাশের হুমকি প্রদর্শন করিয়া তাদের বাগানের ২০/২৫টি মেহগনি, আম ও কাঁঠাল গাছ কাটিয়া নিয়া গিয়াছে মর্মে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগকারীর এ প্রতিবেদককে জানায়, উক্ত ব্যক্তিরা জোর পূর্বক গাছ কেঁটে বালু দ্বারা ভরাট কাজ করছে।
এ বিষয়ে, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিকুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments