অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় পাঁচ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সাগর প্রধান।
এ ঘটনায় বিএনপির ১০ জন বিএনপির নেতাকর্মীও আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ইটের আঘাতে রক্তাক্ত জখম হন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিদ্ধিগঞ্জের হিরাঝিল এলাকা থেকে মহানগর বিএনপি কয়েক শত নেতাকর্মী মহাসড়কে অবস্থানের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।