সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে লাগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রংপুরগামী ৭৭১ রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
https://www.facebook.com/robiul.tangail/videos/2610879009171430/
Facebook Comments