সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩টি পাকা সড়ক ও ৫ টি নির্মানাধীন পাকা সড়কের কাজ উদ্বোধন”
মির্জা হুমায়ুন, জেলা(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নে নবনির্মিত ৩টি পাকা সড়ক ও ৫ নির্মানাধীন পাকা সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে । শনিবার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এর উদ্বোধন করেন । পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় উল্লাপাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মাইন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগ(এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম রাশেদুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার প্রমুখ ।
Facebook Comments