মির্জা হুমায়ুন, জেলা( সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফুলজোড় নদীর পানিতে ডুবে অরণ্য(৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানাযায়, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে অরণ্য তার খেলার সাথীদের নিয়ে পার্শ্ববর্তী ফুলজোর নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। এসময় সহপাঠিদের চিৎকারে অরণ্যর পিতা সুফল হাওলাদার সহ অন্যরা পানিতে নেমে খোঁজাখুজির পর অরণ্যর মৃত্য দেহ উদ্ধার করে।
পানিতে ডুবে শিশু অরন্যর মৃত্যর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments