সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্বশত্রুতার জেরে ঘাসে বিষ মিশিয়ে দুটি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপরি গ্রামে এ ঘটনা ঘটে।
বিকেলে শেলাচাপরি গ্রামের খামারি রায়হান মোল্লা দুটি গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের জমিতে নিয়ে যান। গরুকে ঘাস খাওয়াতে দিয়ে তিনি একটু দূরে ঘাস কাটতে থাকেন। এ সময় জমির পাশ দিয়ে প্রতিবেশী আকিমুদ্দিন মোল্লাকে হাঁটতে দেখে সন্দেহ হলে গরুর কাছে যান। দেখেন দুটি গরুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ছটফট করতে করতে গরু দুটি মারা যায়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। এর মধ্যে মরা গরু দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
ক্ষতিগ্রস্ত খামারি রায়হান মোল্লা বলেন, কয়েক দিন আগে আকিমুদ্দিন মোল্লার সঙ্গে ধান মাড়াই নিয়ে মারামারি হয়। এর জেরে আকিমুদ্দিনের স্ত্রী রাজিয়া খাতুন বিষ দিয়ে গরু মেরে ফেলবেন বলে হুমকি দেন। এরপরই এ ঘটনা ঘটল। আকিমুদ্দিন মোল্লাই ঘাসের জমিতে বিষ মিশিয়ে দুটি গরু হত্যা করেছেন।
অভিযোগের বিষয়ে আকিমুদ্দিনের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী রাজিয়া খাতুন বলেন, কয়েক দিন আগে তাঁর স্বামীর সঙ্গে প্রতিবেশী রায়হানের মারামারি হয়। বিষয়টি নিয়ে কথা বলতে রায়হানের বাড়িতে গিয়েছিলেন। তবে কোনো প্রকার হুমকি দেননি।
স্থানীয় ইউপি সদস্য আবদুল সাত্তার জানান, দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে।
স্থানীয় কয়েকজন জানান, আকিমুদ্দিন আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি প্রতিবেশীর একটি গরু এবং ২৫টি মুরগি মেরে ফেলেন। প্রতিশোধের হাতিয়ার হিসেবে অবলা প্রাণীর ওপর এমন নির্মমতা মানা যায় না। তাঁকে শাস্তির আওতায় আনা উচিত।