সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামে স্থানীয় এক ‘হোন্ডা শোরুম’ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলকুচি থানার অদূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পুকুরপাড়ে শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল পৌর এলাকার চালা সাত মাথার টিন ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যাে পর পুকুরপাড়ে দয়াল নামে মাছ ব্যবসায়ীর সঙ্গে আড্ডায় বসেন রুবেল। এ সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে বেশ ক’টি আঘাত করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের দেখে দয়ালও পালিয়ে যান। রুবেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে। দয়ালকেও খুঁজছে পুলিশ। ওসি খায়রুল বাশার জানান, খুনের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।