সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হওয়ার পর এক এস,আই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত এস,আই আবুল কালাম আজাদ (৩৮) সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার ফরিদপুর উপজেলার পাঁচপুংগলী গ্রামের আফসার আলীর ছেলে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, গতকাল রবিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচন চলাকালে এস,আই আবুল কালাম আজাদ উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
রাত ৭টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
Facebook Comments