সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ২৩ সে.মি বেড়ে বৃহস্পতিবার সকালে বিপদ সীমার ৯১ সে.মি ওপরে অবস্থান করছে।
উজানের পানি বাড়া অব্যাহত থাকায় কাজিপুর উপজেলার নতুন মেঘাই গ্রাম ও আশেপাশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কাজিপুরের নতুন মেঘাই গ্রামের উপজেলা পরিষদের ভাঙ্গা রিং বাঁধ দিয়ে যমুনার পানি লোকালয়ে প্রবেশ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।
পানিবন্দি মানুষরা বাঁধে আশ্রয় নিয়েছেন। পানি বাড়ায় সদর ও কাজিপুর সহ বিভিন্ন স্থানে পাউবোর বাঁধে সিপেজ বা পানি চুয়ানোর মাত্রাও বেড়েছে।
পাউবোর সেকশন অফিসার উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, বন্যার পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী শুক্রবারের পর পানি বেড়ে যাওয়া স্থির হতে পারে।
নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, পুরো জেলায় পাউবোর লোকজন দিনরাত বাঁধের খোঁজখবর রাখছেন। বাঁধে সিপেজ বা পানি চুয়ানোর স্থান দেখা গেলেই সেখানে ও আশেপাশে বালির বস্তা দিয়ে সুরাক্ষার চেষ্টা চলছে।
Facebook Comments