গ্রেফতারকৃতরা হলেন, সোনাগাজীর ৬নং ওয়ার্ড মধ্যম সুজাপুর(মিঝি বাড়ি) মো: আব্দুল সোবহান ও আফরোজা বেগমের ছেলে মো: তারেকুর রহমান, একে বাড়ির মো: ইব্রাহিম ও নুর নাহারের ছেলে আব্দুল আজিজ ও ৯নং ওয়ার্ড চরগণেশ (কমর উদ্দিন হাজী বাড়ি) নুরুল ইসলাম দুলাল ও কমলা বেগমের ছেলে সাইফুল ইসলাম সাকিব।
পুলিশ সূত্র জানা যায় প্রতারক চক্রটি ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসীদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মোবাইলে মেয়েলী কন্ঠে কথা বলে সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে বিভিন্ন কৌশলে মূল্যবান জিনিসপত্র আদায় করতেন। দেখা করার কথা বলে তাদের পছন্দ মত জায়গায় নিয়ে মারধর করে নগদ টাকা, মোবাইল সেট সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। একেইভাবে গতকাল কুয়েত প্রবাসী একজনের সাথে বন্ধুত্ব করে ফেনী সদর থানা এলাকা থেকে সাক্ষাতের কথা বলে সোনাগাজীতে নিয়ে আসে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্রটি ফেইসবুক বা মোবাইল ফোনে মেয়েলী কন্ঠে কথা বলে সম্পর্ক তৈরি করে। লোকজনদের নিকট থেকে টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে নিতো।
Facebook Comments