ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে তিনটি ব্যাংকে ‘অফিসার ক্যাশ’ পদে ২৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বাংলাদেশ কৃষি ব্যাংক। সোনালী ব্যাংকে ২০০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৯ জন নিয়োগ পাচ্ছেন।
এসব ব্যাংকে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল ব্যাংকার্স সিলেকশন কমিটি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা থেকে প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দের ক্রমের ভিত্তিতে নিয়োগ দেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। তৃতীয় পর্যায়ে ২৫৫ প্রার্থীকে সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ পাচ্ছেন।
Facebook Comments