শিরোনাম

সৌদি আরবে নারীদের রেসলিং !!!

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯ ১১:৫৩:৪০ পূর্বাহ্ণ
সৌদি আরবে নারীদের রেসলিং !!!
সৌদি আরবে নারীদের রেসলিং !!!

নানান সংস্কারের পথে সৌদি আরব এবার নারীদের জন্য রেসলিং শুরু করতে যাচ্ছে। এরআগে দেশটিতে শুধু পুরুষরাই রেসলিংয়ে অংশ নিতে পারতেন। সম্প্রতি তাদের একটি প্রতিযোগিতাও হয়েছে।


সৌদি গেজেট বলছে, প্রথমবারের মতো নারী রেসলিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে কিং ফাহাদ স্টেডিয়ামকে। বৃহস্পতিবার ওই স্টেডিয়ামেই শুরু হবে জমজমাট রেসলিং।

এই আসরে নারী রেসলিংয়ের সুপারস্টার নাটালয়া ও লেসি এভান্স এবং পুরুষ রেসলিংয়ের সাবেক বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফারি ও ব্রাউন স্ট্রোম্যান অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

সৌদি কর্তৃপক্ষের আয়োজনে রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে চলছে বিনোদনের ভিন্নধর্মী আয়োজন। তারই অংশ হিসেবে নারী রেসলিংয়ের ব্যবস্থা করেছে সৌদি আরব।

সৌদি নাগরিকদের বিনোদনের পরিধি বৃদ্ধি করতেই এই আয়োজন বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্সের দায়িত্ব গ্রহণের পর থেকে সৌদি আরবকে বদলে দেয়ার পরিকল্পনা ভিশন ২০৩০ গ্রহণ করেছেন। অর্থনৈতিক সংস্কারের পাশপাশি দেশটির বিনোদন, সংস্কৃতি ও নারীদের বিষয়ে নানা সংস্কার করছেন তিনি।

ইতোমধ্যে সিনেমা হল নির্মাণ, সিনেমা প্রদর্শনসহ বেশ কিছু বিনোদনের পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেছে। নারীর অধিকার বৃদ্ধি করা হয়েছে। নারীরা এখন স্বাধীনভাবে গাড়ি চালাতে পারে সৌদি আরবে।

সম্প্রতি দেশটির পর্যটক ব্যবস্থাকে উন্মুক্ত করতে প্রথমবারের মতো পর্যটক ভিসা চালু করেছে।

আরও পড়ুনঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
আইএমএফ-এর শর্ত ‘কল্পনার বাইরে’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র কেনো চীনের বেলুনটিকে ভূপাতিত করতে পারছেন না
মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রগুলোর উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন
সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইসরায়েল
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়
অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ ...
লিওপার্ড ২ ট্যাংক কী?
Spread the love
Facebook Comments

Contact Us