নরসিংদী শহরে বাসার ছাদে নিয়ে কামরুজ্জামান নামে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান (৪০) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
দেশে টিউশনি-শিক্ষকতার পর কামরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। তিন মাস আগে দেশে ফিরে আবারো টিউশনি শুরু করেন। বুধবার সন্ধ্যায় সাটিরপাড়ার বাড়ি থেকে বের হন তিনি। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ার গুরু দাস নামক এক ব্যক্তির বাড়ির ছাদে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার কারণ ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।