ভাগ্যবদল হলো না দুই শিশু সন্তানের জননী ঝিনাইদহের গৃহবধু সাবিনা খাতুনের (২৭)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। মক্কাতে যাওয়ার মাত্র ৩ দিন পর বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পরিবারের কাছে খবর আসে মৃত্যু হয়েছে তার।
মৃত সাবিনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী ও চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত সামেদ মন্ডলের মেয়ে।
নিহতের স্বামী রুবেল মিয়া বলেন, আমি অসুস্থ। পরিবারে দুইটা মেয়ে। বড় মেয়ে রুবিনার বয়স ৭ বছর, ছোট মেয়ের বয়স মাত্র ৩ বছর। অভাবের কারণে মেয়েদের কথা ভেবে বিদেশ যাওয়ার চিন্তা করে সাবিনা। একই গ্রামের (বাদপুকুরিয়া) রফিকুল দালালের মাধ্যমে ২২ সেপ্টেম্বর সৌদি আরবে যায় তার স্ত্রী সাবিনা। বিদেশ যাওয়ার আগে মেডিকেল রিপোর্ট সবঠিক ছিলো। সৌদি যাওয়ার তিন দিনের মাথায় মৃত্যু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাবিনার।
স্বামী রুবেল মিয়া আরো বলেন, দালাল রফিকুলের কাছে ভিসা এবং কাজের বিষয়ে জানতে চাওয়া হয়। দালাল জানায় ভিসা অফিসে আছে। যাওয়ার দিন হাতে দেওয়া হবে। আমাদের হাতে কোন ভিসার কপিও দেওয়া হয়নি। শারীরিকভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে সাবিনাকে। জড়িতদের বিচার চান তিনি।
বিষয়টি নিয়ে এখনো কোথাও অভিযোগ করা হয়নি।