গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড ভূসির মিল এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন।
নিহত জমসেদ (২৮) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার দক্ষিণ রানীগাঁও গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
আজ সোমবার ভোরে গাছা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
ভূসির মিল এলাকার আবুল বাশারের বাড়িতে ভাড়া থেকে জমসেদ পিকআপ চালাতেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টে কাজ করেন। তাঁদের ছয় বছরের একটি সন্তান রয়েছে। দুই দিন আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে জমসেদের ঝগড়া হয়। ঝগড়ার পর স্ত্রী রাগ করে সন্তান নিয়ে পাশ্বর্বর্তী তাঁর বোনের বাসায় চলে যায়।
গতকাল রবিবার রাত দেড়টার দিকে জমসেদ স্ত্রীকে ফোন দিয়ে আত্মহত্যা করার কথা জানিয়ে বাসায় আসতে বলেন। এর কিছুক্ষণ পর বাসায় ফিরে স্ত্রী ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাশের কক্ষে থাকা শ্বশুরকে ডেকে তোলেন। সবাই মিলে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের সিলিংয়ের ওপর দিয়ে জমসেদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
Facebook Comments