মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় ৩ নৌকা সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন- বালুরচর গ্রামের আমির হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে মিজানুর রহমান (৫০) ও নয়ানগর গ্রামের শহীদুল্লাহ মোল্লার ছেলে উজ্জ্বল হোসেন (৩৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে নৌকার পক্ষে তিনিসহ ৫-৬ জন প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক আলীনুরসহ অন্তত ১০-১২ জন তাদের বাধা দেয়। এই গ্রামে কেউ নৌকার পক্ষে ভোট চাইলে তাকে গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা। তবে তাদের হুমকি উপেক্ষা করে প্রচারণা চালাতে চাইলে তাদের মারধর করে আলীনুর ও তার সাথে আসা লোকজন। এ ঘটনায় তিনি, মিজানুর রহমান এবং উজ্জ্বল আহত হন। পরবর্তীতে আশপাশ থেকে তাদের সমর্থকরা ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। উজ্জ্বল স্থানীয় একটি ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি এবং মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, নয়ানগর এলাকায় একজন নৌকা সমর্থক সামান্য আহত হয়েছেন শুনেছি। যতদূর শুনেছি তাকে কয়েকটি কিল-ঘুসি দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।