জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর ৬টি প্রচার কেন্দ্রে হামলা-ভাঙচুর ও ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ সময় পুলিশের লাঠিচার্জে ৫ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন।
বুধবার রাতে জামালপুর সদরের মহেশপুর কালীবাড়িতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের প্রচার কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার বিচার দাবিতে ঈগলের সমর্থকরা জামালপুর-ময়মনসিংহ সড়কের মহেশপুর কালীবাড়িতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈগল সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে ৫ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন বেলাল হোসেন শান্তকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর অভিযোগ, নৌকার সমর্থকরা ঈগলের প্রচার কেন্দ্রে সশস্ত্র হামলা চালায়। হামলায় ঈগলের ১০-১২ জন কর্মী আহত হয়েছেন। এ সময় ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। নৌকার নিশ্চিত ভরাডুবি জেনে তারা হামলা করে বলেও অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী রেজনু।
এ ঘটনায় জামালপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ জানান, নিজেদের প্রচার কেন্দ্র নিজেরাই ভেঙে আওয়ামী লীগের নাম দেওয়ার চেষ্টা করছে। এটি পরিকল্পিত নীলনকশার অংশ। বিএনপি-জামায়াত স্বতন্ত্র প্রার্থীর ওপর ভর করে এ কাজগুলো করাচ্ছে।
জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান, ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।