শিরোনাম

স্মার্টফোন আসক্তি কমানোর নতুন উপায়

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ১:১৩:৫৬ অপরাহ্ণ
স্মার্টফোন আসক্তি কমানোর নতুন উপায়
স্মার্টফোন আসক্তি কমানোর নতুন উপায়

স্মার্টফোন আসক্তি আজ বিশ্বব্যাপী এক বিরাট সমস্যা। নতুন এই মানসিক সমস্যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে গোটা বিশ্বের মনোবিদরা। এবার স্মার্টফোন আসক্তি কমাতে উদ্যোগী হল শাওমি। স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে শাওমির ইউজার ইন্টারফেস মিইউআই-তে যোগ হচ্ছে নতুন ফোকাস মোড। ডেভেলপার ভার্সনে এই মোড যোগ হয়েছে। সেটিংস> স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট থেকে ফোকাস মোড ব্যবহার করা যাবে।

গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের হিসাব রাখবে নতুন ফোকাস মোড। এছাড়াও যে সব অ্যাপ মনঃসংযোগ নষ্ট করে সেই সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখবে এই মোড।

সম্প্রতি চীনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে ফোকাস মোডের স্ক্রিনশট প্রকাশ করেছে শাওমি। ২০ মিনিট, ৩০ মিনিট, ৪৫ মিনিট, ৬০  মিনিট ও ৯০ মিনিট সময়ের জন্য ফোকাস মোড অন করা যাবে। একবার এই মোড অন হয়ে গেলে আপৎকালিন কল ছাড়া অন্য কোন কাজে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। এছাড়াও ইনকামিং কল রিসিভ করা যাবে।

সম্প্রতি স্মার্টফোন আসক্তি কমাতের একগুচ্ছ নতুন অ্যাপ নিয়ে এসেছিল গুগল। একই পথে হেঁটে স্মার্টফোন আসক্তি কমাতে আগ্রহী হল শাওমি।

Spread the love
Facebook Comments

Contact Us