স্টাফ রিপোর্টার মোঃ সরওয়ার হোছাইন মানিক কক্সবাজার জেলা কক্সবাজার জেলার,চকরিয়া উপজেলা
কোনাখালী ইউনিয়নে ৬নং ওয়ার্ড়ে হঠাৎ আগুনে পুড়ে গেল ১৭টি পরিবার,ফায়ার সার্ভিসকে কল দিলে
দ্রুত দমকল বাহিনী দিয়ে পুরা ২ঘন্টা ৪৭ মিনিটের পরে আগুন নিয়ন্ত্রনে আসে,এবিষয়ে জানতে চাইলে
দমকল বাহিনীর প্রধানের কাছে, তিনি বলেন আগুন প্রথমে গ্রামের চুলা,পরে কারেন্টের সার্কিট থেকে
সুত্রপাত হয় ধারনা করা যাচ্ছে,এতে ক্ষয় ক্ষতি আনুমানিক ৪০লক্ষ থেকে ৪৭ লক্ষ পর্যন্ত,মালামাল বের
করার সময় ৪,৫জন আহত হয়, খবর শুনে ঘটানস্থলে ছুটে যান,চাকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য
আলহাজ্ব জাফর আলম এমপি মহোদয়, তিনি ঘর হারা প্রতিটি পরিবারকে শান্তনা দেন,তিনি বলে গেছেন
অতি শীক্রিই প্রত্যাবাসনের ব্যবস্থা করে দেব,সবাইকে অসহায় ঘরহারা পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান,এবিষয়ে জানতে চাইলে ঘরহারা রাশেদা বেগমের কাছে দিনি বলেন যে আমাদের একমাত্র
সম্মল যা চিল সব কিচু পুড়ে চাই হয়ে গেছে, আমাদের এখন খুলা আকাশের ছায়াই থাকতে হবে, আমাদের জনদরদী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাদের কে প্রত্যাবাসনের ব্যবস্থা করে দে,
Facebook Comments