রাজনৈতিক কর্মসূচিতে বাধা, হামলা ও নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের তালিকা বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনে পাঠাচ্ছে বিএনপি। গতকাল রবিবার পর্যন্ত ছয়টি ঘটনার তথ্য-উপাত্ত পাঠিয়েছে দলটি। আরো পাঁচ-ছয়টি ঘটনার তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাই করছে তারা।
গত ২৪ মে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি চালুর পর ঘটা ঘটনাগুলোই এসব চিঠিতে স্থান পেয়েছে।
গত ৩ জুন বিএনপি ১৪ সদস্যের একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এর প্রধান। এই কমিটি ঘটনার বিবরণ, জড়িত পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে চিঠি আকারে তা দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির কাছে হস্তান্তর করে।
আন্তর্জাতিক সম্পর্ক কমিটি তা বিদেশি মিশনে পাঠায়।
দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, যুক্তরাষ্ট্র তাদের অভিবাসী আইনের যে অনুচ্ছেদ অনুযায়ী নতুন ভিসানীতি ঘোষণা করেছে, তার ভিত্তিতে ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। নেতারা মনে করছেন, তাঁদের এই উদ্যোগ সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
পুলিশের বিরুদ্ধে বিএনপির এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আগে জেনে নিই, পরে দেখব।