৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে যথাসময়ে এই পরীক্ষা নেওয়ার মত দেওয়া হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে এ অনির্ধারিত সভায় কোনো আলোচনা হয়নি।
৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার জন।১৯ মার্চ এই পরীক্ষা নেওয়ার দিন ধার্য করেছে পিএসসি।ঐদিন যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Facebook Comments