৪৩তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও নন ক্যাডার পদে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ২ হাজার ১৬৩টি এবং নন-ক্যাডার পদ ৬৪২টি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৩তম বিসিএস ২০২০ এর বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি শূন্যপদের বিপরীতে ৬৪২টি পদে নিয়োগ করা হয়েছে