২০-০১-২০২০ইং প্ৰকাশিত হয় ৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি। ১৪০১১৫জন পরিক্ষাথী আবেদন করেন। মধ্য মার্চ থেকে সকল শিক্ষা প্ৰতিষ্ঠানে বন্ধ হওয়ার জন্য বেশির ভাগ তারা নিজ এলাকায় চলে যান। ৫ডিসেম্বার ৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নিধারণ লক্ষে সিট প্ল্যান প্রকাশ করছেন।এখন করোনা দ্বিতীয় ঢেউ চলমান। চারদিকে থাম থাম অবস্থা বিরাজমান করছে। এ অবস্থা পরীক্ষা-বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন শিক্ষাথীরা। এক শিক্ষাথী বলেন আট মাস ধরে গ্রামে আছি ,হঠাৎ পরীক্ষার তাই অবাক হচ্ছি। আরেক জন বলেন শুধু পরীক্ষার কেন্দ্রে মাস্ক পড়লে কি করোনা প্রতিরোধ করা যাবে। বাংলাদের সকল প্রান্ত থেকে শিক্ষাথী আসবে ,ট্রেন ,বাস ,লঞ্চ ব্যবহার করবে ,বিভিন্ন মানুষের সংস্পর্সে যাবে আবার যার যার গন্তব্যে ফিরবে তখন করোনা বেশি করে সংক্রমিত হবে। তাই বাংলাদেশ ব্যাংক কাছে বিশেষ অনুরোধ পরীক্ষা স্বাগিত করা হোক।
Facebook Comments