শিরোনাম

৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের সিনিয়র অফিসার ব্যাংক পরীক্ষার স্বাগিতের জন্য সাধারণ পরিক্ষাথীর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন।

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২০ ৮:১৭:৩৮ অপরাহ্ণ
৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের সিনিয়র অফিসার ব্যাংক পরীক্ষার বন্ধের জন্য সাধারণ পরিক্ষাথীর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন।
৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের সিনিয়র অফিসার ব্যাংক পরীক্ষার বন্ধের জন্য সাধারণ পরিক্ষাথীর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন।

২০-০১-২০২০ইং প্ৰকাশিত হয় ৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের  নিয়োগ বিজ্ঞপ্তি। ১৪০১১৫জন পরিক্ষাথী আবেদন করেন। মধ্য মার্চ থেকে সকল শিক্ষা প্ৰতিষ্ঠানে  বন্ধ হওয়ার জন্য বেশির ভাগ তারা নিজ এলাকায় চলে যান। ৫ডিসেম্বার ৭টি ব্যাংক ও আর্থিক প্ৰতিষ্ঠানের  নিয়োগ পরীক্ষা নিধারণ লক্ষে সিট প্ল্যান প্রকাশ করছেন।এখন করোনা দ্বিতীয়  ঢেউ চলমান। চারদিকে থাম থাম অবস্থা বিরাজমান করছে। এ অবস্থা পরীক্ষা-বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন শিক্ষাথীরা। এক শিক্ষাথী বলেন আট মাস ধরে গ্রামে আছি ,হঠাৎ পরীক্ষার তাই অবাক হচ্ছি। আরেক জন বলেন শুধু পরীক্ষার কেন্দ্রে মাস্ক পড়লে কি করোনা প্রতিরোধ করা যাবে। বাংলাদের সকল প্রান্ত থেকে শিক্ষাথী আসবে ,ট্রেন ,বাস ,লঞ্চ ব্যবহার করবে ,বিভিন্ন মানুষের সংস্পর্সে যাবে আবার যার যার গন্তব্যে  ফিরবে  তখন করোনা বেশি করে সংক্রমিত হবে। তাই বাংলাদেশ ব্যাংক কাছে বিশেষ অনুরোধ পরীক্ষা স্বাগিত করা হোক।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us