নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামে ধর্ষণের অভিযোগে হান্নান মোল্যা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে ।
গ্রেপ্তারকৃত হান্নান মোল্যা পুলিশের কাছে স্বীকার করেছেন,তিনি নদী পার হওয়ার সময় ওই কিশোরীকে ধর্ষণ করেছে।এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আজ বুধবার দুপুরে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,
নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের এক কিশোরীকে গত বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে হান্নান মোল্যা চিত্রা নদীর পড়ে নিয়ে যান। সেখানে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন।
ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত ধর্ষকের আত্বীয়-স্বজনরা মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করে হুমকি-ধমকি দেয়।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান বলেন,ঐ বৃদ্ধ এর সত্যতা স্বীকার করেছেন।বর্তমানে তিনি জেল হেফাজতে আছেন।
Facebook Comments