মোঃ নাঈম সরকার (কুমিল্লা) থেকেঃ-
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ সোমবার বেলা ১১ ঘটিকায় তিতাস উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা করেন।
উক্ত সভায় সভাপতিত্বে করেন, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ.এন.ও) মোছাম্মৎ রাশেদা আক্তার সভা পরিচালনা করেন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান মিয়ার।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম,শিক্ষা কর্মকর্তা মো. শরিফ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী,দারিদ্র বিমোচন কর্মকর্তা ইউনুছ মিয়া,তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মোঃ বাবুল হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সারা বিশ্ব সাথে তাল মিলিয়ে বাংলাদেশে নারী নেতৃত্বে একটি নজির ইতিহাস।
এদেশের বর্তমান প্রধান মন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ সারা দেশ নারীরা গুরুত্বপূর্ণ পদে দেশ পরিচালনা করছে এবং করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব।
Facebook Comments